ফালাকাটা পুর এলাকার রাস্তাঘাট পরিষ্কার করবার জন্য পুরসভায় এসে পৌঁছল রোড সুইপিং মেশিন l বুধবার বিকেলে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে ফালাকাটা শহরের প্রধান প্রধান সড়কে ট্রায়াল দিল এই মেশিন l ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অভিজিৎ রায় বলেন, উত্তরবঙ্গের পুরসভা গুলির মধ্যে এই প্রথম ফালাকাটা পুরসভা এই গাড়িটি কিনল l এই গাড়িটির প্রধান কাজ হল রাস্তার যত ময়লা আবর্জনা আছে সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ময়লা গুলো গাড়ির মধ্যে জমা হবে এবং একই গাড়ি থেকে জল স্প্রে আকারে বের হয়ে রাস্তাটা ধুয়ে দেবে l এর মধ্য দিয়ে ফালাকাটার সমস্ত পুরো এলাকার রাস্তাঘাট পরিষ্কার থাকবে l আজ তার পরীক্ষামূলক ট্রায়াল হল l এরপর প্রতিটি ওয়ার্ডের চওড়া রাস্তাগুলো যেই রাস্তায় এই গাড়িটি ঢুকতে পারবে সমস্ত রাস্তায় এই গাড়ির দ্বারা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে l
