মাদক কাণ্ডে গ্রেপ্তার হওয়া এক মহিলা আসামি ফালাকাটা থানার হেফাজত থেকে পালিয়ে যাওয়ায় চাঞ্চল্য। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সুযোগ বুঝে কর্মরত এক মহিলা সিভিক ভলেন্টিয়ার চোখে ফাঁকি দিয়ে আসামি মমতাজ সুলতানা পালিয়ে যায়।

সম্প্রতি জটেশ্বর আউটপোস্টের পুলিশ ধুলাগাঁওয়ের মুন্ডাপাড়া এলাকায় তাঁর বাড়ি থেকে ৩৩ হাজার ৬০০টি নিষিদ্ধ পিভন স্পাস প্লাস ক্যাপসুল উদ্ধার করে। ঘটনায় এনডিপিএস আইনে মামলা রুজু করে আদালতে তুললে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ মেলে।
পলাতক আসামির খোঁজে তল্লাশি শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ।