ভরদুপুরে দিনের আলোয় সারাদিন ধরে জ্বলছে পথবাতি। ফালাকাটার মেন রোড সংলগ্ন ১৭নং জাতীয় সড়কের একাধিক স্থানে কয়েক কিলোমিটার জুড়ে এই চিত্র দেখা যাচ্ছে। ফলে অপচয় হচ্ছে বিদ্যুতের।
বাসিন্দাদের অভিযোগ, যে আলো রাতের অন্ধকারে পথ আলোকিত করার কথা, তা দিনের বেলায় অযথা জ্বলছে। এতে বিদ্যুতের অপচয়ের পাশাপাশি অতিরিক্ত খরচের বোঝা চাপছে সাধারণ মানুষের ওপর। তাঁদের দাবি, এই অযথা অপচয়ের ফলেই বিদ্যুতের বিল বাড়ছে। স্থানীয়দের প্রশ্ন, দিনের বেলায় আলো জ্বালিয়ে রাখার বিষয়টি নিয়ে প্রশাসনের নজরদারি কোথায়? তাঁদের দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। অন্যথায় ক্ষোভ আরও বাড়বে সাধারণ মানুষের মধ্যে।
