ফালাকাটায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের l জানা যায় ফালাকাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে পশ্চিম ফলাকাটার কলেজ পাড়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হয় এক সাইকেল আরোহীর l পিকআপ ভ্যানটি পশ্চিম ফালাকাটার ভুটানিরঘাট থেকে ফালাকাটায় দিকে আসছিল এবং সাইকেল আরোহী সাইকেল নিয়ে পায়ে হেঁটে ফালাকাটা থেকে পশ্চিম ফালাকাটার ভুটানের ঘাটের দিকে যাচ্ছিল l

পিকআপ ভ্যান টি সেই সাইকেল আরোহীকে সামনের দিক থেকে ধাক্কা মেরে নয়নজুলিতে পড়ে যায়, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে থেকে পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহীর বলে এলাকাবাসীরা জানায় l খবর পেয়ে ঘটনাস্থলে ফালাকাটা থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে নিয়ে আসে ফালাকাটা থানায় l ঘটনার তদন্ত শুরু করেছে ফালাকাটা থানার পুলিশ l