ফালাকাটায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম চারজন l ফালাকাটা-ধুপগুড়ি সড়কের ওপর ১৭ নম্বর ওয়ার্ডের কলেজ মোড়ে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে ছোট গাড়িটি পাল্টি খেয়ে নয়ানজুলিতে পড়ে গেলে তাতে থাকা চারজন যাত্রী গুরুতর আহত হলে এলাকাবাসীরা উদ্ধার করে ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় l খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফালাকাটা থানার পুলিশ l প্রত্যক্ষদর্শীরা জানায় জলপাইগুড়ি থেকে ফালাকাটা অভিমুখে আসা একটি যাত্রীবাহী বাস সজোরে ছোট গাড়িকে ধাক্কা মারলে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় l পুলিশ দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়ি উদ্ধার করে ফালাকাটা থানায় নিয়ে যায় l
