
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলান্টিয়ারের। এই ঘটনায় আহত হয়েছেন আরও এক জন। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পার্থ দত্ত (৩৫)। ফালাকাটা থানায় সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যোগীঝোড়া এলাকায়।

জানা গিয়েছে, এদিন কাজ সেরে একটি চারচাকা গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এথেলবাড়ির চেকপোস্ট সংলগ্ন ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সিভিক ভলেন্টিয়ার পার্থ দত্ত ও বিষ্ণু উড়াওকে স্থানীয়রা বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সিভিক ভলান্টিয়ার পার্থ দত্তকে মৃত বলে ঘোষণা করেন। বিষ্ণু উড়াও এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হয়। রবিবার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালের পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।