বাড়িতে কেউ না থাকায় ফাঁকা বাড়িতেই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সাহেবগঞ্জের বিডিও অফিস পাড়া এলাকায়। শুক্রবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ এদিন রাতে ওই বাড়ির মালিকসহ তার নাতনি গিয়েছিলেন ছিন্নমস্তা মায়ের পুজোয়। সেখানেই তারা পুজো দিয়ে বাড়ি ফেরার পর দেখেন বাড়িতে তাদের ঘরে সবকিছু তছনছ অবস্থায় রয়েছে।

এমনকি আলমারি তা ভাঙ্গা অবস্থায় রয়েছে। আলমারিতে থাকা টাকা-পয়সা সোনা গহনা চুরি গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই ভিড় জমান স্থানীয় এলাকাবাসী দানা। প্রায় তিন লক্ষাধিক টাকা ও প্রায় পাঁচ ভরি সোনা চুরি হয়েছে। এই ঘটনায় এলাকায় বেশ আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই বিষয়টি সাহেবগঞ্জ থানার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে প্রশ্ন উঠছে বিডিও অফিস রয়েছে ঢিল জোড়া দূরে। সেখানে এ ধরনের ঘটনা ঘটলো কিভাবে।