নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা :আমডাঙ্গা থানা এলাকার হরিশপুর খাসপাড়া গ্রামের একটি ফাঁকা জমির মধ্যে এক অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন ও অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে শিবদাসপুর ও আমডাঙ্গা থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ওই মহিলাকে ধর্ষণ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য পুড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান সম্ভবত মহিলাকে খুন করা হয়েছে৷ ঘটনাস্থলে পৌছায় পুলিশ। অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় স্থানীয় বাসিন্দারা জানান সম্ভবত মহিলাকে খুন করা হয়েছে৷ ঘটনাস্থলে পৌছায় আমডাঙ্গা থানার পুলিশ।