গরু বেধে ফসল নষ্টের প্রতিবাদ করায় বিজেপির বুথ সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। স্থানীয় বাসীন্দা তফিজুল ও তার দুই ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগ। ধারালো অস্ত্রের আঘাতে গুরুত্বর জখম বিপ্লব দাস ইসলামপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বিজেপির বুথ সভাপতি।সোমবার সন্ধ্যায় স্থানীরা বিপ্লব দাসকে আহত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।বিপ্লব বাবু জানিয়েছেন ইসলামপুরের মিলনপল্লি এলাকায় একটুকরো জমিতে মুগ ডালের চাষ করেছে। অভিযুক্ত গরু বেধে সেই ফসল নষ্ট করেছে বলে অভিযোগ। এর প্রতিবাদ করতে গেলে গরুর মালিক তফিজুল ও তার দুই ছেলে মিলে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ।

বিজেপির নেতৃত্বের অভিযোগ বিপ্লব বিজেপি করে বলে তার উপর প্রান ঘাতি হামলা চালিয়েছে। অভিযুক্তরা তৃনমুল কংগ্রেসের সক্রিয় কর্মী বলে দাবি করেন ইসলামপুরের শহর মন্ডলের সভাপতি চিত্রজিৎ রায়। অভিযুক্তরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনের নামার হুশিয়ারি দিলেন।
অভিযুক্ত তফিজুল বলেন বিপ্লব কে আমরা মারধোর করিনি। ও মদ্যপান অবস্থায় আমার দোকানে এসে গালিগালাজ করছিল।আমার ছেলে বাধা দিয়েছে।দোকানের টিন ধরে টানাটানি করার সময় ওর হাতে টিনের পেরেক লেগে ওর হাত কেটে গেছে।
অন্য দিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর এর প্রতিনিধি জানিয়েছেন যে,এটা কোনো রাজনৈতিক ব্যাপার না বিজেপি রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে।