শহরে চলছে দেদার প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবসা। পুরসভার তৎপরতায় উদ্ধার কয়েক টন প্লাস্টিক ক্যারিব্যাগ . খবর ছিল খালপাড়ার একটি বাড়ির গোডাউনে দেদার নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবসা চালাচ্ছে অরুন কুমার গোয়েল নামে এক ব্যক্তি। সেই মতো পুরসভার কর্মীকে নজরদারি করার জন্য পাঠানো হয় খালপাড়া এলাকায়। সেখানে গত সোমবার গোডাউন থেকে ভ্যানে করে প্লাস্টিক ক্যারিব্যাগ বোঝাই করে অন্যত্র পাচার করছিলেন ওই ব্যবসায়ী। তৎক্ষনাৎ হাতেনাতে সেই প্লাস্টিক বোঝাই ভ্যানটিকে আটক করে শিলিগুড়ি পুরসভার কর্মীরা।

ভ্যান থেকে উদ্ধার হয় প্রায় তিন কুইন্টাল প্লাস্টিক ক্যারি ব্যাগ। তবে সেখানে থাকা ব্যবসায়ী সম্পূর্ণভাবে অসহযোগিতা করে পুরসভার কর্মীদের সাথে। অন্যদিকে খালপাড়ার সেই প্লাস্টিক বোঝায় গোডাউন সেদিন চাবির অভাবে খুলতে পারেনি পুরসভা। তবে গোডাউনে থাকা সমস্ত অবৈধ প্লাস্টিক ক্যারিব্যাগ সরকারি নিয়ম মেনে নিজেদের অধীনে নিয়ে গোডাউনটি সিল করে দেওয়া হয়।। বুধবার সমস্থ পুর আইন মেনে সেই গোডাউন এর শাটার পুলিশের উপস্থিতিতে গ্যাস কাটার দিয়ে কেটে সেখান থেকে উদ্ধার হয় প্রায় সারে ৭ টন প্লাস্টিক ক্যারিব্যাগ। সমস্থ প্লাস্টিক নিজেদের অধিনে নিয়েছে পুরসভা।অভিযুক্ত ব্যাবসায়ী অরুন কুমার গোয়েলের বিরুদ্ধে আইনগত ভাবে ব্যাবস্থার নেওয়ার প্রস্তুতি শুরু করেছে পুরসভা।এমনটাই জানালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।