প্রেমের ফাঁদে ফেলে এক মহিলাকে পাচারের চেষ্টার অভিযোগে এক যুবক আটক হল কোচবিহার শহরের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস টার্মিনাস থেকে অভিযুক্ত যুবকের নাম এজাউল হক ।
জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযুক্তের সঙ্গে পরিচিত হন মহিলা যার বয়স ২৪ বছর । ধীরে ধীরে অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং বিয়ের আশ্বাস দিয়ে তাকে কেরালায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করে বলে অভিযোগ।

বিষয়টি জানতে পারেন ওই মহিলার বৌদি । মহিলার বৌদি বিষয়টি জানার পর সেই মহিলার কাছ থেকে তার মোবাইল ফোন নিয়ে নেন পরবর্তীতে এজাউল হক নামের ওই যুবককে বাস টার্মিনাসে আসতে বলেন তখন তিনি তার কথা মোতাবেক বাস টার্মিন আসেন। এরপর যুবকটি যখন ওই মহিলার বৌদি এবং দাদাকে দেখতে পায় তখন সেই যুবক পালিয়ে যেতে থাকে পরবর্তীতে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কোচবিহার বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। অভিযোগকারীরা জানান দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে পাচারের চেষ্টা করছিল, এদিন অভিযুক্ত যুবককে কোচবিহার এনবিএসটিসি বাস স্ট্যান্ডে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়
অভিযুক্ত যুবক এজাউল হক জানান এদিন মেয়ের সাথে দেখা করতে এসেছিলেন। ১ সপ্তাহ ধরে তাদের সম্পর্ক বলে জানান তিনি। এদিন পাচারের প্রসঙ্গ নসাৎ করে বলেন তিনি শুধু দেখা করতে এসেছিলেন।