ফেসবুকে প্রেম করে প্রেমিকাকে নিতে এসে জনতার হাতে ধরা পড়লেন প্রেমিক-প্রেমিকা। ঘটনাটি শীতলকুচি পাগলাপীর চৌপথি এলাকার।
শুক্রবার রাত নটার দিকে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে সেই সময় পাগলা পীর চৌপথী তে যুবতী টোটো থেকে নেমে শীতলকুচির দিকে দৌড়ে যাচ্ছিলেন প্রেমিক যুবকের কাছে। সেই সময় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন এলাকার কয়েকজন যুবক ছেলে, কিন্তু মেয়েটি রাস্তার দৌড় দেখে তাদের সন্দেহ হয় এবং মেয়েটিকে আটক করেন। পরবর্তীতে তার প্রেমিককে ফোন দিয়ে ডেকে নেওয়া হয় ওই ঘটনাস্থলে।

জানা যায় প্রেমিক যুবকের বাড়ি আলিপুরদুয়ার জেলার বারোবিশা এলাকার। সেখান থেকে ছুটে এসেন তার নাবালিকা প্রেমিককে পালিয়ে নিয়ে যেতে কিন্তু সেই আশা পূরণ হলো না। জনতার হাতে আটক হল প্রেমিক প্রেমিকা।
তবে দুজনেরই দাবি তাদের প্রেমের সম্পর্ক ফেসবুকে হয়েছে তা থেকে ধীরে ধীরে কেটে যায় এক বছর ।
তবে জানা যাচ্ছে মেয়ের পরিবারের তরফ থেকে নাকি বিয়েও ঠিক করেছে অন্য এক জায়গায়। সেখানে পাত্র পছন্দ না হওয়ার কারণে তার প্রেমিককে আসতে বলেন সেই কথামতো সে প্রেমিক যুবক আসে।
বারোবিসা এলাকার প্রেমিকের সঙ্গে দীর্ঘ এক বছর ধরে শীতলকুচি ব্লকের পাগলারডাঙ্গা এলাকার এক যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই প্রেমের সূত্র ধরে আজ প্রেমিকাকে নিতে আসে প্রেমিক ।প্রেমিক প্রেমিকাকে নিয়ে পালানোর সময় পাগলা পীর চৌপতি এলাকায় জনতার হাতে ধরা পড়ে এবং এলাকাবাসী ওই প্রেমিক প্রেমিকা কে আটকে পুলিশের হাতে তুলে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শীতলকুচি থানার পুলিশ। পুলিশ প্রেমিক-প্রেমিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।