কোচবিহার জেলার দিনহাটার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জায়গীর বালাবাড়ী ২ অঞ্চলে ভারত বাংলাদেশ সীমান্তে টেনিস বলের ভেতর থেকে উদ্ধার কয়েক লক্ষাধিক টাকার সোনার বিস্কুট উদ্ধার করল বিএসএফের ১৩৮ নম্বর ব্যাটেলিয়ানের কর্তব্যরত জাওয়ানরা। বিএসএফ সূত্রের খবর অনুযায়ী বিএসএফের ১৩৮ ব্যাটালিয়ন জাওয়ানরা যখন ভারত বাংলাদেশ সীমান্তে পাহারা দিচ্ছিলেন সেই সময় বাংলাদেশর তরফ থেকে দুষ্কৃতীরা টেনিস বলের ভেতর দুটি সোনার বিস্কুট কে চার ভাগ করে ভরে দিয়ে ভারতের দিকে ঢিল মারে।

সেই বল গুলি এসে পড়ে ভারতীয় সীমান্তের একটি ডোবার মধ্যে। এরপর বিএসএফের কর্তব্যরত জাওয়ানরা তা দেখতে পেয়ে পরবর্তীতে সেই ডোবাতে পাম্প লাগিয়ে জল ছেঁকে বল গুলি উদ্ধার করে তার ভিতর থেকে সোনার বিস্কুট উদ্ধার করেন। বল গুলির মধ্যে ৩৬৪.৭৫০ গ্রাম সোনা উদ্ধার হ যার বাজার মূল্য ৪০ লাখ ৯৭ হাজার ৩৪৭ টাকা। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিএসএফ। উল্লেখ্য গত ৩০ শে আগস্ট একইভাবে ২১টি টেনিস বলের ভেতরে ৪৩ টি সোনার বিস্কুট উদ্ধার করেন বিএসএফের ১৩৮ নম্বর ব্যাটেলিয়ানের কর্তারা চৌধুরীহাটের ঝিকরি সীমান্ত এলাকায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারো সোনার বিস্কুট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সীমান্তে।