একটি ছোট অল্টোগাড়ি করে পাঁচার হচ্ছিল গাঁজা, গাড়িটি আটক করে উদ্ধার প্রায় ৩৩ কেজি গাঁজা, চালক পলাতক। গাঁজা সমেত গাড়িটি আটক করে তদন্তে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। জানা গিয়েছে , সোমবার দুপুর প্রায় ১২ টা নাগাদ ফালাকাটা মাথাভাঙ্গা রাজ্য সড়কে ডাউয়া গুরি এলাকায় গাড়ির কাগজ চেকিং করছিল ঘোকসাডাঙ্গা থানার ট্রাফিক ইনচার্জ শ্যামল সাহা। সেই সময় হিন্দুস্থান মোর থেকে ফালাকাটার দিকে একটি অল্ট গাড়ী যাচ্ছিল । গাড়ী আটকে প্রথমে ড্রাইভিং লাইসেন্স চাওয়া হলে চালক জানায় বাড়িতে আছে, এরপর কাগজ দেখতে চাইলে একই কথা বলে চালক। এরপর সন্দেহ হওয়ায় গাড়ীর ডিগগি খুলতে বলে ট্রাফিক ইনচার্জ শ্যামল সাহা এবং তিনি গাড়ির পেছনে চলে যায় সেই সময় গাড়ির চালক সহ অপর সাথি সেখানে গাড়ি রেখে দৌড়ে পালিয়ে যায়।

পেছন ধাওয়া করলেও পাশেই একটি বর্ষার জলে পুষ্ট নদীর পাশ দিয়ে মাঠ দিয়ে দৌড়ে পালিয়ে যায় চালক সহ তার সঙ্গী । এরপর খবর পেয়ে ছুটে আসে এসডিপিও মাথাভাঙ্গা সমরেন হালদার, সি আই অজয় কুমার মণ্ডল, মাথাভাঙ্গা ২ ব্লক বিডিও অর্ণব মুখার্জি,ঘোকসাডাঙ্গা থানার ওসি কাজল দাস। সকলের উপস্থিতিতে সেই গাড়ি থেকে চারটি ব্যাগে মোট প্রায় ৩৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। গাঁজা গুলিকে বাজেয়াপ্ত করে অল্ট গাড়িটি নিজ হেফাজতে নিয়ে তদন্তে পুলিশ। এ ছাড়াও রবিবার রাতে মাথাভাঙ্গা ২ ব্লকের বড় শৌলমারী গ্রাম এলাকায় একটি ই রিকশা থেকে প্রায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে ননকা চৌরাসিয়াকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে বলে পুলিশ সূত্রে জানা যায়।