মাথাভাঙ্গা ২নং ব্লকের পারাডুবি গ্রাম পঞ্চায়েতের মাটিয়ারকুঠি সংলগ্ন এলাকায় এক বাড়িতে অভিযান চালিয়ে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ প্রায় ২৪ কেজি গাজা সহ চারজনকে গ্রেপ্তার করল। পুলিশ সূত্রে জানাগেছে ওই এলাকার বাসিন্দা শ্যামল সরকারের বাড়িতে অভিযান চালায় গতকাল রাতে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হল তাপসি রায়,মামনি বর্মন,দেব সরকার,রিপন সরকার।মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানান অভিযান চালিয়ে চারটি প্যাকেটে প্রায় ২৪ কেজি গাঁজা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্তে পুলিশ। এধরনের অভিযান প্রায়ই চালানো হবে পুলিশ জানিয়েছে।
