কোচবিহার পৌর এলাকার সাধারণ মানুষের পরিষেবার জন্য প্রায় আড়াই কোটি টাকার প্রয়োজনীয় সামগ্রী কেনার সিদ্ধান্ত নিল কোচবিহার পৌর বোর্ড।
সোমবার কোচবিহার পৌরসভার পৌরপতির ঘরে একটি বিশেষ বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কনজারভেন্সি স্ট্যান্ডিং কমিটি এবং অন্যান্য আধিকারিকরা। সেখানে কোচবিহার পৌর এলাকার সাধারণ মানুষের পরিষেবার জন্য প্রায় আড়াই কোটি টাকার একাধিক সামগ্রী কেনার সিদ্ধান্ত নেয় কোচবিহার পৌর বোর্ড।
কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানান, শহরের নাগরিকদের পরিষেবা দিতে ১টা মিনি জেসিবি গাড়ি, ৬টি বজ্র পদার্থ নিয়ে যাওয়ার গাড়ি, ছোট বাকেট কেনা হবে জেসিবি গাড়ির। এমনি বেশ কিছু জিনিসপত্র কেনা হবে।
