পুরনো বটগাছ ভেঙে চারটি দোকান ক্ষতিগ্রস্ত বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন দোকানের মানুষজন। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রাজারহাট বাজারের মাঝ বরাবর এলাকায়. স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত একটা নাগাদ কোন ঝড় বৃষ্টি ছাড়াই শুনশান বটগাছের অর্ধেক অংশ ভেঙে পড়ে দোকানে, দুটি চায়ের দোকান দুটি মুদিখানার দোকান ক্ষতিগ্রস্ত হয়,

স্থানীয়রা আশঙ্কা করছেন দুর্ঘটনাটি যদি রাতে না হয়ে দিনে হতো তাহলে বড়সড় দুর্ঘটনার সাক্ষী হতে হতো রাজারহাটবাসীকে। গতকাল রাত্রেই খবর দেওয়া হয় ভোটপট্টি আউট পোস্টের পুলিশকে, পুলিশ এসে পরিদর্শন করে বলে জানা যায়। স্থানীয়রা দাবি তোলেন, বটগাছটি অনেক পুরনো প্রায় ১০০ বছরেরও বেশি বয়স পরবর্তীতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।