প্রাক্তন তৃণমূল প্রধানের স্বামীকে আধুনিক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করলো হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ব্যাক্তির নাম সাহাজামাল সেখ বাড়ি হরিহরপাড়ার কান্দিপাড়া এলাকায়। গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে উন্নতমানের আধুনিক আগ্নেয়াস্ত্র হাত বদলের আগেই পুলিশের জালে পড়ে জামাল। দেশিও 9mm কার্বাইন মেশিনগান ও এক রাউন্ড গুলি। চোরা বাজারে এক লক্ষ্য টাকা দাম বলে জানিয়েছে পুলিশ। সোমবার সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বহরমপুর আদালতে তোলা হয়। এই ধরনের আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে, কি কাজে ব্যাবহার হত, তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।