প্রাকৃতিক দুর্যোগ হলেই সিভিল ডিফেন্সের কর্মীরা সমাজে পরিষেবা দিয়ে থাকে। তাই প্রাকৃতিক দুর্যোগ এলে সিভিল ডিফেন্স কর্মীরা কিভাবে কাজ করবে অথবা কিভাবে সাধারণ মানুষের সেবায় লাগবে সেই উদ্দেশ্য কে মাথায় রেখে প্রতি মাসের মতো এ মাসেও বৃহস্পতিবার কোচবিহার শহরের সাগরদিঘী সংলগ্ন এলাকার ল্যান্স ডাউন হল এর মাঠে মকড্রিল করল সিভিল ডিফেন্স।

এদিনের এই মক ড্রিলিং এ উপস্থিত ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের ওসি প্রবিত্রা লামা , তিনি জানান এই মকড্রিলিং কর্মসূচি তারা প্রতি মাসেই করে থাকে এ মাসেও তারা করছে। যাতে করে সিভিল ডিফেন্সের কর্মীরা সব সময় শারীরিক দিক থেকে ফিট থাকে সেই উদ্দেশ্য কে মাথায় রেখে এই কর্মসূচি।