তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরের উদ্যোগে এবং জেলা স্বাস্থ্য দপ্তর ও ড্রাগ কন্ট্রোল অফিসারের নেতৃত্বে তুফানগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা পলি ক্লিনিক ও ওষুধের দোকান গুলোতে চলে অভিযান। বৃহস্পতিবার ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌগত রায়, ড্রাগ ইন্সপেক্টর প্রদীপ পাল ও অ্যাসিস্ট্যান্ট জেলার স্বাস্থ্য আধিকারিক জয়দীপ সরকারের নেতৃত্বে চলে অভিযান। অভিযান চলে শহরের একাধিক পলি ক্লিনিক ও ওষুধের দোকানে। এদিন অভিযান চালিয়ে একটি পলি ক্লিনিক এর কাগজপত্র ঠিকঠাক না থাকায় সিল করে দেয় আধিকারিকরা। পাশাপাশি একাধিক ওষুধ বিক্রেতাকে শোকজ করা হয়।

ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরকল তৈরি হয় তুফানগঞ্জ শহর জুড়ে। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন পলি ক্লিনিক। অভিযোগ সেই পলিক্লিনিক অনেকের নেই লাইসেন্স বা বৈধ কোন কাগজপত্র। সম্পূর্ণ অবৈধভাবে কাজকর্ম করছেন তারা। এছাড়াও অনেক ওষুধের দোকানে নেই বেবি ফুড লাইসেন্স কিন্তু দিব্যি বেবি ফুড বিক্রি করা হচ্ছে। আবার কিছু কিছু দোকানে নেশা জাতীয় ঔষধ বিক্রির অভিযোগ উঠেছে। পাশাপাশি ক্রেতাকে দেওয়া হচ্ছে না বৈধ রশিদ। এরকম বিভিন্ন অভিযোগ নিয়েই বৃহস্পতিবার অভিযানে নামে মহকুমা শাসকের দপ্তর।