রাজার শহর কোচবিহারে বসানো হবে প্রয়াত সংগীত শিল্পী জুবিন গার্গের মূর্তি। উল্লেখ্য উত্তরপূর্ব ভারতের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন অসমের জুবিন গার্গ। তিনি শুধু অসমীয়া ভাষায় নয় পাশাপাশি বাংলা ও হিন্দিতেও প্রচুর গান গেয়েছেন। তার যেমন জনপ্রিয়তা আসামে তেমনি একই রকম জনপ্রিয়তা রয়েছে পশ্চিমবঙ্গেও। সম্প্রতি প্রয়াত হন সংগীত শিল্পী জুবিন গার্গ।

তাই তার স্মরণে এবারে কোচবিহার শহরে বসতে চলেছে তার মূর্তি, বৃহস্পতিবার দুপুরে একথা জানালেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানান ইতিমধ্যে নবদ্বীপে প্রায় 2 লক্ষ টাকা ব্যয় তার মূর্তি তৈরি করার অর্ডার দেওয়া হয়েছে। খুব দ্রুতই সেই মূর্তি তৈরি হয়ে আসবে। এবং পৌরসভার বোর্ড মিটিং করে পাশাপাশি সঙ্গীত শিল্পীদের পরামর্শ নিয়ে তার মূর্তিটি কোথায় বসানো হবে সেই সিদ্ধান্ত গ্রহণ হবে। পাশাপাশি এদিন রবীন্দ্রনাথ ঘোষ জানান এবারে ঐতিহ্যবাহী রাসমেলার মঞ্চ তার নামে উৎসর্গ করা হবে।