আরএসপি অ্যাকাউন্টধারীর পরিবারকে ৪০ লক্ষ টাকার ডেথ বেনিফিট প্রদান – রেলকর্মীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি।
রেলকর্মীদের আর্থিক নিরাপত্তা ও মৃত্যুজনিত সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রেল সুরক্ষা পুনর্বাসন (RSP) প্রকল্পের আওতায় প্রয়াত লোকো পাইলট অনিল কুমারের স্ত্রী শ্রীমতী রোশনি কুমারীর হাতে ৪০ লক্ষ টাকার ডেথ বেনিফিটের চেক তুলে দেওয়া হয়।
প্রয়াত অনিল কুমার, যিনি এনজেপির অধীন মালগাড়ির লোকো পাইলট হিসেবে কর্মরত ছিলেন, ১৭ জুন ২০২৪ তারিখে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান। তার আরএসপি অ্যাকাউন্টের মাধ্যমে SBI, শিলিগুড়ি আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে এই ডেথ বেনিফিট প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার এনজেপি ADRM অফিস কমপ্লেক্সে এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রী অজয় সিং (ADRM/NJP) এবং শ্রী অভিষেক দে (আঞ্চলিক ব্যবস্থাপক, SBI, শিলিগুড়ি) যৌথভাবে প্রয়াত অনিল কুমারের স্ত্রী শ্রীমতী রোশনি কুমারীর হাতে ৪০ লক্ষ টাকার চেক প্রদান করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত অনিল কুমারের পরিবারের সদস্যবৃন্দ, এনএফআরইউ (NFREU) এনজেপি শাখার শাখা সম্পাদক শ্রী রণজয় চন্দ, যুগ্ম সম্পাদক শ্রী রাজু সেনগুপ্ত, সভাপতি শ্রী প্রবীর দেব, আর.এন. অধিকার এবং প্রতিনিধি হিসেবে শ্রী সুমিত রাউত, অনিকেস বৌশ্য।
এই আয়োজন শুধু আর্থিক সহায়তার একটি নিদর্শন নয়, বরং রেলকর্মীদের মধ্যে আরএসপি প্রকল্পের গুরুত্ব ও সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির এক তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবেও বিবেচিত হয়।