সাহুডাঙ্গীর পাঘালু পাড়ায় প্রবল বৃষ্টিতে প্রতিবেশীর গার্ডওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হল দুই শিশুর। মৃতরা হল মধুমিতা মোদক (৩ বছর ৬ মাস) ও দেবায়ন মোদক (দেড় বছর)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে নটা থেকে দশটার মধ্যে মুষলধারে বৃষ্টি হয় সাহুডাঙ্গী এলাকায়। সেই সময় প্রবল বৃষ্টিতে প্রতিবেশীর গার্ডওয়াল ভেঙে পড়ে পরিমল মোদকের টিনের ঘরে। ঘরের ভেতরে শুয়ে ছিল দুই ভাইবোন। হঠাৎ ভেঙে পড়া গার্ডওয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় তারা।

প্রতিবেশীরা দ্রুত উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ভোরের আলো থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকে স্তব্ধ হয়ে যায় গোটা এলাকা। হাসপাতাল থেকে দুই শিশুর নিথর দেহ বাড়ি ফিরিয়ে আনা হলে কান্নায় ভেঙে পড়ে পরিবার ও প্রতিবেশীরা।