শিলিগুড়ি : রাতভর প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ল শিলিগুড়ির একাধিক এলাকা। ইস্টার্ন বাইপাস সংলগ্ন ফকদইবাড়ি, ৫ নম্বর ওয়ার্ড, নেতাজি বাজার, ঢাকেশ্বরী কালী মন্দির সংলগ্ন এলাকা, বাবুপাড়া, হাকিমপাড়া—সব জায়গায় হাঁটু থেকে কোমর সমান জল।
সবচেয়ে চর্চায় সেবক রোডের একটি সেলুনের ঘটনা। মঙ্গলবার রাতে অল্প সময়ের প্রবল বর্ষণে রাস্তায় জমা জল মুহূর্তে দোকানে ঢুকে পড়ে। কয়েক মিনিটের মধ্যেই সেলুনের ভেতর থইথই জল, ডুবে যায় খাট, চেয়ার, ইলেকট্রনিক সরঞ্জাম। মালিকের আক্ষেপ, “জল আসার গতি এত দ্রুত ছিল যে কিছুই সরাতে পারিনি।”

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রতি বর্ষাতেই জলনিকাশির দুর্বল ব্যবস্থার জন্য একই পরিস্থিতি তৈরি হয়। বিধান মার্কেটেও দোকান ও রাস্তায় জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে জলমগ্ন রাস্তা ও ঘরের ভিডিও—যেখানে দেখা যাচ্ছে, ফকদইবাড়ি ও বাবুপাড়ায় কোমর সমান জলে হেঁটে চলছেন মানুষ। হাকিমপাড়ায় রাতভর ঘরে জল ঢোকার কারণে ছোট শিশু ও বয়স্কদের অবস্থা শোচনীয়।
প্রশাসন জলনিকাশির কাজ শুরু করলেও বাসিন্দাদের প্রশ্ন—অস্থায়ী সমাধানে কি এবারও আটকে থাকবে শহর, নাকি আসবে স্থায়ী উদ্যোগ?