গতকাল রাত থেকে হওয়া প্রবল বর্ষণে আলিপুরদুয়ার জেলার হাসিমারা বিভিন্ন এলাকায় জল জমেছে। হাসিমারা সাঁতালি মোড় এলাকায় ভোলা নালার জল কালভার্টের উপরদিয়ে বইছে। হাসিমারা থেকে সাঁতালি চা বাগান যাওয়ার সড়ক বন্ধ। অপরদিকে হাসিমারা চৌপথি এলাকায় সড়ক জল জমেছে।