আগামী ২১ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশের ৭৫টি স্থানে বিশেষ ম্যারাথন বা র্যালির আয়োজন করা হচ্ছে। এই আয়োজনে প্রায় ১০ লক্ষ মানুষ অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে। তবে শিলিগুড়িতে ওইদিন অন্য একটি ক্লাবের ম্যারাথনের কারণে এখানে র্যালির অনুষ্ঠান আগামী ২২ সেপ্টেম্বর আয়োজন করা হবে।

এই র্যালির দায়িত্বে থাকবে ভারতের যুব মন্ত্রক। শিলিগুড়ির দলীয় কার্যক্রম নিয়ে সোমবার এক অনুষ্ঠানে সাংসদ রাজু বিস্ত এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই ধরনের আয়োজন তরুণদের উৎসাহিত করবে এবং দেশের উন্নয়নমূলক কর্মসূচিতে সবাইকে যুক্ত করবে। এই র্যালি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ পালক হিসেবে পালিত হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশে তা আয়োজিত হবে।