নিজেকে অল ইন্ডিয়া অ্যান্টি ক্রাইম ব্যুরোর অফিসার পরিচয় দিয়ে, অনলাইনে কয়েন কিনে কোটিপতি হওয়ার শর্ত, গৌড়বঙ্গ থেকে কোটি কোটি টাকার প্রতারণা। হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। হরিরামপুরে বসেই কোটি কোটি টাকার প্রতারণা যা দেখে চক্ষু চরকগাছ পুলিশ প্রশাসনের। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মূলচক্রির ছেলেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গ্রেপ্তার হওয়া যুবকের নাম দেবাশীষ দাস বয়স ২৩ বছর বাড়ি হরিরামপুর থানার বড়গ্রাম মুশকিপুর এলাকায়। শুক্রবার বিকেলে হরিরামপুরের বড়গ্রাম মুশকিপুর এলাকায় অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে গৌড়বঙ্গ এলাকার প্রতারিত মানুষ। ঘটনার খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ মূল চক্রের ছেলেকে উদ্ধার করে হরিরামপুর থানায় নিয়ে আসে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার এক মহিলা 15 লক্ষ টাকা প্রতারিত হয়েছে এই অনলাইন কয়েন কিনে, অভিযোগ দায়ের করেছেন থানায়।

মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার প্রতারিত ব্যক্তিরা হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করছে লিখিত অভিযোগ দায়েরের সংখ্যা প্রায় ২০০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন পুলিশ। মূল অভিযুক্ত ঘটনা সামনে আসতেই গা ঢাকা দিয়েছে, অভিযুক্তকে ধরতে চিরুনি তল্লাশি শুরু করেছে হরিরামপুর থানার পুলিশ। সূত্র মারফত জানা গিয়েছে ট্রেশার এনএফ টির মতই একটি অনলাইন প্লাটফর্ম যেখান থেকে কয়েন কিনে কোটিপতি হওয়ার শর্ত রয়েছে। চেন মার্কেটিং এই ব্যবসায় গৌড় বঙ্গ থেকে মূল চক্রের এজেন্টরা কোটি কোটি টাকা তুলেছেন। বর্তমানে সেই টাকা আর ফেরত পাচ্ছেন না প্রতারিতরা, কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ায় হরিরামপুর থানায় অভিযোগ। অভিযুক্ত নিজেকে অল ইন্ডিয়া অ্যান্টি ক্রাইম বিউরো অফিসার বলে পরিচয় দিয়েছেন প্রতারিতদের কাছে। পুলিশ জানতে পেরেছেন মূল চক্রি কবির মোহনদাস একসময় দিল্লিতে রিকশা চালাতেন। দিল্লি থেকেই এই প্রতারণার ছক বেঁধে হরিরামপুর থানা এলাকায় এসে জাঁকিয়ে বসেন সকলের অলক্ষে গৌরবঙ্গ জুড়ে চালাতে এই অপারেশন।