অস্থায়ী কর্মীদের ২৫০০ টাকা এবং যে সমস্ত নির্মল কর্মী রয়েছে তাদের ১৫০০ টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিল কোচবিহার পৌরসভার পৌর বোর্ড।
উল্লেখ্য বৃহস্পতিবার কোচবিহার পৌরসভার পৌরপতির রুমে কোচবিহার শহরের প্রত্যেকটি কাউন্সিলরকে নিয়ে একটি বোর্ড মিটিং হয় সেখানে অস্থায়ী কর্মীদের ৫০০ টাকা এবং যে সমস্ত নির্মল কর্মী রয়েছে তাদের ক্ষেত্রে ১৫০০ টাকা বোনাস দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া রাস মেলার বিষয় নিয়েও এই বৈঠক হয় বলে জানা যায়। কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ জানান গত বছর অস্থায়ী কর্মীদের ২০০০ টাকা বোনাস দেওয়া হয়েছিল এ বছর সেটা ২৫০০ টাকা করা হলো এবং নির্মল কর্মী যারা রয়েছে তাদের বোনাস দেওয়া হচ্ছে ১৫০০ টাকা। রাজ্য সরকারের নির্দেশে যবে এই বোনাস দেওয়ার কথা রাজ্য সরকার জানিয়েছে সেদিনই বোনাস দেওয়া হবে কর্মীদের বলে জানান রবীন্দ্রনাথ ঘোষ।