শীতলকুচির গোঁসাইরহাট বাজারে গুরু পূর্ণিমা উপলক্ষে পূজা দিতে এসে বিক্ষোভের মুখে শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন। বরেন বর্মন জানান আজ গুরুপূর্ণিমা, গুরুপূর্ণিমা উপলক্ষ্যে পূজা দিতে এসেছিলেন গোসাঁইরহাট বাজারে ,সেখানে কালীমন্দিরে প্রবেশ করতেই অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে জানান তিনি। সেই সময় তাকে ঘিরে বিক্ষোভও দেখানো হয় এবং তৃণমূল কর্মীরা তাকে হেনস্থা ও গালিগালাজ করেছে বলে দাবি করেন তিনি । সেই সাথে মারধর করা হয় বলে জানান তিনি।

যদিও তৃণমূলের দাবি এলাকার বিধায়ক কোনো কাজ করেনি।একশো দিনের কাজের টাকা ও এলাকায় কোনো উন্নয়ন করেনি তাই সাধারন মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। পার্থপ্রতিম রায় বলেন এলাকার উন্নয়নমূলক কাজ তিনি করেন নি. পাশপাশি তাকে এলাকায় পাওয়া যায় না বলেও জানান তিনি। এদিন সাধারণ জনগণ বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন বলে জানান তিনি। তৃণমূল এর সাথে যুক্ত নয়।