বিরোধী দলনেতাকে মেরে ফেলার জন্য অভিষেক ব্যানার্জীর নির্দেশে মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য তার গাড়িতে আক্রমণ করিয়েছে, কোচবিহার জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন বিরোধী দলনেতা বলেন, পুলিশ সুপার জানিয়েছেন যিনি গাড়ি ভেঙেছেন তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু অ্যারেস্ট করতে হবে উদয়ন গুহকে। আজকে প্রমাণিত, পুলিশ বিরোধী দলনেতাকে খুন করতে চেয়েছিল। এই খুনের চেষ্টার মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয়, তাহলে পরোক্ষ আসামি কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। এই খুনির সঙ্গে কোর্টে দেখা হবে।
