তপন থানার দ্বীপখন্ডা গ্রামে এক পুলিশকর্মীকে বাড়িতে ডেকে এনে বেধড়ক মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মারধরের জেরে গুরুতর আহত হন তপন থানায় কর্মরত এএসআই গোলাম মতুর্জা (৩৬)। এই ঘটনায় তার স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত গোলাম মতুর্জার বাড়ি ইটাহার থানা এলাকায়। কর্মসূত্রে গত আড়াই বছর ধরে তিনি তপনে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে খবর, এই সময়ে দ্বীপখন্ডা গ্রামের এক যুবতীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে সেই সম্পর্কের টানাপোড়ন ও নানা অভিযোগে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।গোলাম মতুর্জার আগের পক্ষের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

অভিযোগ, সম্প্রতি ওই যুবতী গোলামকে ব্ল্যাকমেল করছিলেন এবং পরবর্তীতে তাকে বিয়ে করতেও বাধ্য করেন। তবে বিবাহিত জীবন সুখকর না হওয়ায় গোলাম ও যুবতীর মধ্যে বিবাদ চলছিল। অভিযোগ, রবিবার বিকেলে যুবতী ফের গোলামকে নানা অজুহাতে নিজের বাড়িতে ডেকে নেন। সেখানেই তার পরিবারের সদস্যরা লাঠিসোঠা নিয়ে তার উপর চড়াও হয় বলে অভিযোগ। এই ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে।
প্রথমে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সেখান থেকে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয়।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা যায় এলাকায়। দ্বীপখন্ডা গ্রামের বহু মানুষ অভিযুক্ত যুবতীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তপন থানার পুলিশ অভিযুক্ত যুবতী, তার মা ও ভাইকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।