রাজ্যজুড়ে দিকে দিকে নারী নির্যাতনের প্রতিবাদে ও কন্যা সুরক্ষার দাবিতে ২১শে জুলাই উত্তরকন্যা চলো অভিযানের ডাক দিয়েছে বিজেপি। আর সেই অভিযানকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে মঙ্গলবার দুপুরে মহামিছিল করল বিজেপির যুব সংগঠন যুব মোর্চা। এদিন পুরাতন মালদা শহরের চৌরঙ্গী মোড় থেকে ইংরেজ বাজারের রথবাড়ি মোড় পর্যন্ত মহামিছিল সহকারে অংশগ্রহণ করলেন শতাধিক যুব মোর্চা ও বিজেপির নেতা নেত্রী ও কর্মী সমর্থকরা।