কোচবিহার ২নং ব্লকের পুন্ডিবাড়ি সুভাষপল্লী এলাকায় গন্ডারের হানায় গুরুতর জখম স্থানীয় বাসিন্দা ৬৫বর্ষীয় দিলীপ দাস এবং ৮৫বর্ষীয় বিভা কর। এই দুজন মানুষের চিকিৎসার স্বার্থে পৃথক পৃথকভাবে পাঁচ লক্ষ টাকা দেওয়ার সুনিশ্চিতিকরণ এবং কোন কারণে এই আহতদের মধ্যে কারও মৃত্যু হলে সংশ্লিষ্ট মৃতের পরিবারের একজনের স্থায়ী সরকারি চাকরির দাবি জানালেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী তথা সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়।

শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে এবং পরবর্তীতে কোচবিহার শহরের দুটি বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন এই দুজনের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া ও আক্রান্তদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন অনন্ত রায়। আর এর পরই এই দাবি জানান তিনি।
এদিন ভোরে কোচবিহার ২নং ব্লকের পুন্ডিবাড়ি সুভাষপল্লী এলাকায় ২জনকে আহত করে অবশেষে ধরা দেয় গন্ডার। উত্তরবঙ্গের বন্যায় বিভিন্ন বন্যপ্রাণী ভেসে আসে নদীতে, এর সাথে এই গন্ডারও চলে আসে। শুক্রবার সকালে পুন্ডিবাড়ি এলাকায় এই গন্ডার দেখতে পান এলাকার মানুষ। গন্ডারের হামলায় আহত হন এই দুজন। বর্তমানে এই দুজনই কোচবিহারের দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।