DIGITAL BANGLA NEWS

আপনার এলাকার খবর

পুত্র হত্যায় পুলিশি তদন্তে খুশি নন কোচবিহারে মৃত তৃণমূল যুব নেতা অমর রায়ের বাবা

পুত্র হত্যায় পুলিশি তদন্তে খুশি নন কোচবিহার ডোডেয়ারহাটে খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা অমর রায়ের বাবা মহিম রায়। ছেলের হত্যার সঠিক তদন্তের দাবি নিয়ে প্রয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন তিনি। সোমবার কোচবিহার ১নং ব্লকের ডাউয়াগুড়ি এলাকায় নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা স্পষ্ট জানালেন তিনি।
আগষ্ট মাসের ৯তারিখ কোচবিহার ২নং ব্লকের ডোডেয়ারহাটে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় কোচবিহার ১নং ব্লকের ডাউয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলী প্রধান কুন্তলা রায়ের ছেলে তৃণমূল যুব নেতা অমর রায়কে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তার এক সঙ্গী।
এই হত্যাকাণ্ডে এপর্যন্ত গ্রেপ্তার ৫জন। এই হত্যাকাণ্ডে আরও যারা জড়িত রয়েছেন তাদের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।


এরই মাঝে পুলিশি তদন্ত নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন খুন হয়ে যাওয়া অমর রায়ের বাবা মহিম রায়। এই হত্যাকাণ্ডে যিনি মূল অভিযুক্ত, যিনি তার ছেলেকে হত্যা করার জন্য এই দুষ্কৃতীদের ২০লক্ষ টাকা দিয়েছিলেন, তাকে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ? বলে এদিন প্রশ্ন তুলে দেন তিনি। এদিন মহিম রায় বলেন, রাজ্যের বাইরে অরুণাচল থেকে যদি অন্যান্য দোষীদের গ্রেপ্তার করা সম্ভব হয় তাহলে এই মূল অভিযুক্ত কে কেন গ্রেপ্তার করতে পারছে না পুলিশ? তিনি বলেন, তাদের সন্দেহ হচ্ছে পুলিশ এই মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে।
তিনি বলেন তার ছেলের হত্যাকাণ্ডের পরেই সংশ্লিষ্ট এই ডাউয়াগুড়ি এলাকার একাধিক ব্যক্তি পালিয়ে রয়েছেন। তার ছেলে অমর বেঁচে থাকাকালীন যারা তাদের বাড়িতে এসে পিকনিক খেয়েছেন পর্যন্ত, তাদের মধ্যে ৪-৫ জন এই মুহূর্তে বাড়িতে নেই কেন? এই প্রশ্ন এদিন তোলেন তিনি। পাশাপাশি এদিন মহিম রায় বলেন, তার ছেলের মৃত্যু সংবাদ পাওয়ার পরই জানোই তো একজন গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছেন। তার গাড়ি বাড়িতে ফিরলেও তিনি ফেরেননি কেন? এ প্রশ্নও এদিন তুলে দেন তিনি।

শেয়ার করুন...

Facebook
Twitter
WhatsApp
Telegram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live TV

play-sharp-fill

নতুন খবর আবার পড়ুন

দিনহাটার সীমান্তবর্তী এলাকায় আরও জোরদার করা হচ্ছে পুলিশি তৎপরতা, খুশি এলাকাবাসী

শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলির পুলিশ

Read More »

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত্যুর চার মাস পর কবর থেকে উঠানো হলো গৃহবধূর মৃতদেহ

রবিবার সকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রঘুনাথগঞ্জের তেঘরি হাজীপারা

Read More »