কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুটিমারী ফুলেশ্বরী অঞ্চলের পঞ্চায়েত সদস্য রেনুকা দাস বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে। শুক্রবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের হাত ধরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান বর্তমানে বিজেপি ছেড়ে একাধিক পঞ্চায়েত সদস্য যোগদান করেছেন তৃণমূলের।

এবারে ১৮৯ তম পঞ্চায়েত সদস্যা হিসেবে তৃনমুল কংগ্রেসে যোগদান করলেন রেনুকা দাস। ইতিমধ্যে ১৪ জন গ্রাম পঞ্চায়েত প্রধান তৃনমুল কংগ্রেসে যোগদান করানো হয়েছে বলে জানান তিনি। এলাকার উন্নয়নে কাজ করা হবে বলে জানান তিনি ।
এ বিষয়ে রেনুকা দাসের স্বামী জানান তৃনমুল কংগ্রেসের উন্নয়নে অনুপ্রানিত হয়ে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।