প্রতি বছরের মতো এবছরও দুর্গাপুজো উপলক্ষে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে প্রকাশিত হল জেলার পুজো গাইড ম্যাপ (২০২৫)। বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদের অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই গাইড ম্যাপের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার জেলা শাসক শামা পারভিন, জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত, ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ নিম্বালকার সন্তোষ, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, কর্মাধক্ষ্যা মহুয়া গোপ, জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী সহ অন্যান্যরা । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে অতিথিরা দুর্গাপুজোকে ঘিরে পুলিশের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে বক্তব্য রাখেন। পুজো গাইড ম্যাপ প্রকাশের পাশাপাশি পুলিশের সামাজিক উদ্যোগ এবং সেবামূলক কাজের দিকগুলোও তুলে ধরা হয়। এদিনের অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীদের সৃজনশীল সাংস্কৃতিক পরিবেশনা মন জয় করে নেয় উপস্থিত দর্শকদের। পাশাপাশি কোতয়ালি থানার অন্তর্গত বিভিন্ন পুজো কমিটির হাতে জেলা পুলিশের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ও পুজোর অনুদান তুলে দেওয়া হয়। জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত বলেন, “দুর্গাপুজোর দিনগুলোতে প্রত্যেকের উচিত ট্রাফিক আইন মেনে চলা। শহরের মধ্যে সবাই পায়ে হেঁটে বেরোলে অনেক বেশি মণ্ডপ ঘোরা ও আনন্দ উপভোগ করা সম্ভব হবে। নিরাপত্তা এবং শৃঙ্খলা বজায় রেখে উৎসবকে উপভোগ করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন
পুজোর সময় সবাই যেন ভালোভাবে ঘুরতে পারেন এই কারণে ট্র্যাফিকের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেক থানা এলাকায়। একাধিক জায়গায় যান চলাচলের নিষেধাজ্ঞা থাকছে। বাড়তি পুলিশ পুজোর সময় মোতায়ন করা হচ্ছে। মহিলা ও শিশুদের নিরাপত্তার জন্য নজরদারি বাড়ানো হচ্ছে। মোবাইল ভ্যান থাকছে। প্রত্যেক পুজো মণ্ডপে পুলিশের বুথ থাকবে। টোটো চলাচলের থাকবে নিষেধাজ্ঞা।