কর্মীদের বেতন সংক্রান্ত সমস্যার জট কাটলো রায়গঞ্জ পৌরসভায়। শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গাপূজার প্রাক্কালেই খুশির হাওয়া পৌরসভায়। প্রসঙ্গত উল্লেখ্য বিগত কিছুদিন ধরেই বকেয়া বেতন সংক্রান্ত সমস্যা কে ঘিরে বিক্ষোভ চলছিল সাফাই কর্মী থেকে শুরু করে অস্থায়ী পৌর কর্মীদের। কাজ বন্ধ থাকায় শহর পরিণত হয়েছিল জঞ্জালের স্তুপে। অবশেষে সেই জটক কাটিয়ে কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দিল পৌর বোর্ড। এ বিষয়ে রবিবার রায়গঞ্জ পৌরসভায় এক সাংবাদিক বৈঠক করে সন্দীপ বিশ্বাস জানান, পৌর কর্মীদের সহযোগিতায় প্রায় এক কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয় এই বেতন পরিশোধ করা হয়েছে। এর মধ্যে স্থায়ী অস্থায়ী কর্মী, সাফাইকর্মী সহ পেনশনভোগীরাও রয়েছেন।
আগামী দিনেও এই সমস্যার স্থায়ীভাবে সমাধান করা হবে বলে জানান পৌর প্রশাসক।
