ধলপল দুই গ্রাম পঞ্চায়েতের বালাকুরার পাড় এলাকায় একটি পুকুর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতার নাম বিলু কুন্ডু (৫০) । তার বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। মৃতার স্বামী জানান সোমবার ভোর থেকে ওই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রবিবার রাতভর ঘুমোতে পারেনি ওই মহিলা। সোমবার সকালে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

এরপর খবর পান যে বালাকুরারপার এলাকায় একটি পুকুরে এক মহিলার মৃতদেহ ভেসে রয়েছে। বাড়ির লোকজন ছুটে এসে মৃতদেহটি সনাক্ত করেন । খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। পরিবারের তরফ থেকে আরও জানা যায় ওই পরিবারে একজন প্রায় 30 থেকে 32 বছর বয়সি প্রতিবন্ধী মেয়ে রয়েছে। তাকে হুইল চেয়ারে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হয়ও এছাড়াও ঐ মহিলা নিজেও কিছুটা মানসিক রোগে আক্রান্ত বলে জানান পরিবারের লোকজন। একদিকে প্রতিবন্ধী মেয়ে অপরদিকে নিজেও মানসিক রোগে আক্রান্ত ,পাশাপাশি দারিদ্রতা ।সবমিলিয়েই এই চরম পরিনতি বেছে নিয়েছিল বলে অনুমান পরিবারের লোকজনের। থানা সূত্রে খবর দেহটি উদ্ধার করা হয়েছে এবং একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ময়নাতদন্তের জন্য কোচবিহার সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।