পুকুর থেকে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। রবিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ধনীরহাট এলাকায়। স্হানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভারসাম্যহীন ওই ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।

রবিবার ধনীরহাট এলাকায় একটি পুকুরে ওই ব্যক্তির মৃতদেহটি ভাসতে দেখতে পায় স্হানীয়রা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভির জমাতে শুরু করে। খবর পেয়ে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।