কোচবিহার গুড়িয়াহাটি ১নং গ্রাম পঞ্চায়েতের নিউপাটাকুড়া এলাকার একটি পুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে যে মঙ্গলবার ভোরে এলাকার বাসিন্দারা সেই পুকুরে একটি দেহ ভেসে থাকতে দেখে চেঁচামেচি করলে ছুটে আসে পাড়ার সকলে । পুলিশ সূত্রে জানা গেছে ওই মৃত ব্যক্তির নাম বেবী চন্দ্র বয়স আনুমানিক ৭৫ বছর।

পরবর্তীতে খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এসে দেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ।
তবে কি কারনে এই মৃত্যু তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি । পুরো ঘটনা তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ।