পুকুরে স্নান করতে নেমে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ী-২ গ্রাম পঞ্চায়েতের বোচামারি চৌপতি সংলগ্ন এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, প্রতিদিনের মতোই ওই ব্যক্তি স্থানীয় এক পুকুরে স্নান করতে নামে। প্রতিদিনের মতো এদিন ওই ব্যক্তি সকালে স্নান করতে নামে সেই সময় ওই ব্যক্তি তলিয়ে যান। ঘটনায় স্থানীয়রা অনেকক্ষণ ওই ব্যক্তিকে পুকুর থেকে না উঠতে দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। এরপর স্থানীয়রা খোঁজাখুঁজি করলে তার দেহ না মেলায় পরবর্তীতে তারা মশারি জাল দিয়ে পুকুরে খোঁজাখুঁজি করলেও ওই ব্যক্তির দেহ না মেলায়।

খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে বক্সিরহাট থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা। সিভিল ডিফেন্সের কর্মীরা, পুকুরে নেমে দীর্ঘক্ষন তল্লাশির পর ওই ব্যক্তির মৃত্যু দেহ উদ্ধার করে। মৃত ওই ব্যক্তির নাম, ভরত বর্মন (৩০) তার বাড়ি শালবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের বোচামারি এলাকায়। ঘটনায় বক্সিরহাট থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।