দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) — পাহাড়ি রেলপথের গর্ব, যা শুধু একটুকরো রেললাইন নয়, বরং ব্রিটিশ যুগের ঐতিহ্য ও হেরিটেজের প্রতীক। সেই ঐতিহ্যে এবার যুক্ত হচ্ছে নতুন অধ্যায়। পুজোর আগেই ইতিহাসে প্রথমবার ফুললেন সার্ভিস চালু করতে চলেছে DHR। লক্ষ্য, রেল সফরের মধ্যে দিয়েই পর্যটকদের জন্য তুলে ধরা চা-বাগান, বনজ সম্পদ, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সম্মিলিত অভিজ্ঞতা।
নতুনভাবে সাজানো হয়েছে দুটি বিশেষ রুট — Bagheera’s Trail ও Tea & Timber Trail। প্রথম রুটটি টং (Tung) থেকে শুরু হয়ে পৌঁছবে কার্শিয়াং-এ।

সেখানে পর্যটকরা ঘুরবেন কার্শিয়াং আর্কাইভ, অংশ নেবেন ডাউহিল ফরেস্ট ট্রেকিংয়ে। এরপর আদিবাসী রান্না পরিবেশনের পর সফর শেষ হবে মহানদী পর্যন্ত ‘সানসেট চার্টার্ড রাইড’-এর মাধ্যমে। অন্যদিকে, Tea & Timber Trail-এ যাত্রা শুরু হবে সমতলের শুকনা থেকে, গন্তব্য রংটং। রুটজুড়ে পর্যটকরা উপভোগ করবেন চা বাগান, চা উৎপাদনের ধাপ, শ্রমিক জীবনের অভিজ্ঞতা ও স্থানীয় সংস্কৃতির ছোঁয়া। DHR-এর ডিরেক্টর ঋষভ চৌধুরী জানিয়েছেন, “আমরা DHR-কে শুধু একটি রেল পরিষেবা নয়, বরং পর্যটনের এক সমন্বিত অভিজ্ঞতা হিসেবেই তুলে ধরতে চাইছি। এই ফুললেন সার্ভিস সেই লক্ষ্যেই একটি বড় পদক্ষেপ।”এই উদ্যোগ শুধু পর্যটকদের জন্যই নয়, বরং উত্তরবঙ্গের স্থানীয় শিল্প, বনজ সম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে তুলে ধরবে — এমনটাই আশা রেল কর্তৃপক্ষের। প্রাথমিক সময়সূচি নির্ধারিত হয়েছে, খুব শীঘ্রই ঘোষণা হবে যাত্রা শুরু ও বুকিংয়ের দিনক্ষণ। পাহাড়ের বুক চিরে ছুটে চলা এই ফুললেন ট্রেন হতে চলেছে DHR-এর পরবর্তী বড় আকর্ষণ। (DHR-এর ডিরেক্টর ঋষভ চৌধুরী)