পারিবারিক বিবাদের জেরে ধাঁরালো অস্ত্রের আঘাতে খুন হতে হলো পিসতুতো দাদাকে l মৃতের নাম নারায়ণ সরকার (৫০), বাড়ি ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের বাগান বাড়ির হরিনাথপুর গ্রামে l খুনের ঘটনায় আটক কানন মল্লিক ও সাগর মল্লিক দুজন l সাগর ও কানন ছেলে ও মা l গ্রামবাসীরা জানায়, বছর দুয়েক আগে নারায়ণকে আসাম থেকে নিয়ে আসে সাগররা, এরপর রেলের খাস জমিতে তারা বসবাস করত l কয়েক মাস আগে নারায়ণ পাশেরই রেলের জায়গায় বাড়ি করার উদ্যোগ নিলে তখনই বিবাদের শুরু হয়, এরপর থেকেই সাগর এবং সাগরের মা কানন দুজনে মিলে নারায়নের ওপর অত্যাচার শুরু করে বলে অভিযোগ, অবশেষে সেটি চরম পর্যায়ে পৌঁছলে বুধবার বিকেলে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করলে নারায়ণের সেখানেই মৃত্যু হয় l এরপর ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক নারায়নকে মৃত বলে ঘোষণা করে l ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য বলেন, একটি খুনের ঘটনায় মা ও ছেলে দুজনকে আটক করা হয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার আলিপুরদুয়ারে পাঠানো হবে l ঘটনার তদন্ত শুরু করা হয়েছে l তবে এই ঘটনা এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ হয়নি l
