পারিবারিক অশান্তির জেরে ধারালো ব্লেড দিয়ে স্ত্রীর গলায় কোপ মারল স্বামী। ঘটনায় চাঞ্চল্য । ঘটনাটি ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েতের রাজা রাম জয়দুয়ার এলাকার। স্বামী-স্ত্রীদের মধ্যে বিবাদ তার জেরেই ব্লেড দিয়েই স্ত্রীর গলায় আঘাত করে স্বামী। এই ঘটনায় জানাজানি হতেই এলাকার প্রতিবেশীরা ছুটে এসে ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তার মাঝেই লোকজনের চোখ আড়াল করে, ওই গৃহবধূর স্বামী বাড়ি থেকে বেশ কিছু দূরে এক দাদুর বাড়িতে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তবে স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে স্ত্রীকে মারার পর তার মনে ভয়ের আতঙ্কে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে কি কারণে এমন ঘটনা ঘটলো তা এখনো কিন্তু স্পষ্ট নয়, গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন পুলিশ। পরবর্তীতে খবর পেয়ে ঘটনা চলে যান শীতলকুচি থানার পুলিশ। পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায় ময়নাতদন্তর পরে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে । তবে স্ত্রী স্বামীর আত্মহত্যার কথা শুনে হসপিটালের বেডে থেকেই কান্না শুরু করেছে।