রীতিমতো রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে কোচবিহার জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় পাণীয় জলত্তোলন কেন্দ্রে বছরের পর বছর ধরে কর্মরত পাম্প ও ভাল্ব অপারেটরদের ওপর এই অত্যাচার নামিয়ে এনেছেন তারা। এই বিষয়ে বৃহস্পতিবার ত্রিপাক্ষিক বৈঠক হল কোচবিহার জেলা উপ শ্রম মহাধ্যক্ষের দপ্তরে। কারণ এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে শ্রম দপ্তরের দ্বারস্থ হয় সিআইটিইউ অনুমোদিত পিএইচই শ্রমিক কর্মচারী ইউনিয়ন এবং পাণীয় জল পাম্প অপারেটর কর্মী ইউনিয়ন।

এর পরিপ্রেক্ষিতেই এদিন এই বৈঠক ডাকতে বাধ্য হয় শ্রম দপ্তর। এদিন শ্রম দপ্তর, জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং শ্রমিক সংগঠনের নেতৃত্বদের উপস্থিতিতে হয় ত্রিপাক্ষিক বৈঠক। পিএইচই শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা সাধন দেব, গৌতম নন্দী এবং পাণীয় জল পাম্প অপারেটর কর্মী ইউনিয়নের সম্পাদক গণেশ নন্দী উপস্থিত ছিলেন এই বৈঠকে।
এদিন এই সভা চলাকালীন শ্রমদপ্তরের সামনে জমায়েত হন কোচবিহার জেলার বিভিন্ন পাণীয় জলত্তোলন কেন্দ্রে কর্মরত পাম্প ও ভাল্ব অপারেটররা।
শ্রমিক নেতা গণেশ নন্দী বলেন, দীর্ঘ কয়েক মাস যাবত কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন পাণীয় জলত্তোলন কেন্দ্রে কর্মরত পাম্প ও ভাল্ব অপারেটরদের তাদের কর্মস্থল থেকে জোরপূর্বক বের করে দিচ্ছে রাজ্যের শাসক দলের স্থানীয় নেতাকর্মীরা। এর বদলে বিপুল অংকের অর্থের বিনিময়ে তাদের পছন্দমত লোককে সংশ্লিষ্ট কর্মস্থলে কাজ পাইয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত তারা।