দীর্ঘদিন ধরে ঠিকমতো পানীয় জলের পরিষেবা না মেলায় ক্ষুব্ধ হয়ে পথ অবরোধে সামিল হলেন এলাকার বাসিন্দারা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নম্বর ব্লকের তেঁতুলতলা বাজার এলাকায়। এদিন সাবেক ছিট পোয়াতুর কুঠিসহ তিনটি গ্রামের বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে পথ অবরোধে সামিল হন। চৌধুরীহাট থেকে নয়ারহাট যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের ফলে সেখানে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত চারদিন ধরে এলাকায় সঠিকভাবে পানীয় জল পরিষেবা পাচ্ছেন না তারা।

যেটুকু সময় জল সরবরাহ করা হয় সেখানে বড়জোর এক থেকে দুটি বোতল ধরা যায়। তাদের আরো অভিযোগ ,দিনের বেলায় যখন মানুষ জেগে থাকে তখন জল আসে না কিন্তু রাতে যখন সবাই বাড়িতে থাকে তখন বাইরের কল থেকে অনবরত জল পড়ে নষ্ট হতে থাকে বলে এলাকাবাসীরা অভিযোগ করেন। বিষয়টি বারংবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো সত্বেও কোনরকম সুরাহা হয়নি বলে এলাকার বাসিন্দাদের অভিযোগ। তাই এদিন তারা সমস্যা সমাধানের উদ্দেশ্যে পথ অবরোধে শামিল হয়েছেন। এদিকে অবরোধের খবর পেয়ে ফাঁড়ির পুলিশ সেখানে পৌঁছে যায়। পুলিশ প্রশাসনের আধিকারিকদের আশ্বাসে অবরোধ উঠে যায় বলে জানা গেছে। এদিন ওই এলাকারই একটি পাম্প অফিসের সামনেই রাস্তায় পথ অবরোধের শামিল হন বাসিন্দারা। ওই পাম্প অপারেটর কর্মী বলেন, তাদের কিছু ভালভ নষ্ট হয়ে আছে। একটি মাত্র রিজার্ভার থেকে ১৪ টি গ্রামে জল সরবরাহ করা হয় যা সমস্যার মূল কারণ। স্বাভাবিকভাবেই কবে পানীয় জলের সমস্যা মিটবে তা এখনো দুশ্চিন্তায় রয়েছেন এলাকার বাসিন্দারা।