এলাকার মানুষের কথা ভেবে ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সামনে পানীয় জলের ট্যাপ কল বসানো হয়। কিন্তু দীর্ঘ দিন ধরে সেই ট্যাপ কলটি খারাপ হয়ে রয়েছে। একদম গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে থাকা সত্যেও গ্রাম পঞ্চায়েত তা ঠিক করছে না কেন প্রশ্ন তুলছে এলাকা বাসি। জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত কার্যালয়টি ঘোকসাডাঙ্গা বাজারের পাশেই অবস্থিত।

গ্রাম পঞ্চায়েতের সাথেই রয়েছে মহিলা সমিতির সংঘ তার পাশে রয়েছে একটি বেসরকারি শিশু নিকেতন তার পাশেই সবজি বাজার। আর সাধারণ মানুষের কথা মাথায় রেখে রাস্তার পাশে বসানো হয়েছে একটি পানিও জলের ট্যাপ কল । প্রথম দিকে জল পাওয়া গেলেও দীর্ঘ দিন ধরে খারাপ হয়ে রয়েছে। সারাই করার নামই নেই বলে জানান এলাকার বিক্রম দত্ত। তার দাবি গ্রাম পঞ্চায়েতে বেশ কয়েকবার জানানো হয়েছে কিন্তু কল আর ঠিক হয় না। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সীমা দেব নাথের কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে প্রচণ্ড গরমে এই জলের কলটি অত্যন্ত জরুরি তাই ক্ষোভে ফুসছে স্থানীয়রা।