পানিহাটি তিন নম্বর ওয়াডে আচমকা ভেঙে পড়ে দেড়শ বছরের পুরনো বাড়ি। পানিহাটি পৌরসভা থেকে একাধিকবার চিঠি দেওয়া সত্ত্বেও কোন রকম ভাবে মেরামতি হয়নি। যদিও গতকাল রাতে 58 বছরের বৃদ্ধ দেব কুমার সীমানি এই বাড়িতে ঘুমাচ্ছিলেন ,হঠাৎ ভেঙে পড়ে এই বাড়ি।তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় পানিহাটি হাসপাতালে নিয়ে গেলে তাকে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। এই বাড়ি ভেঙে পড়ায় এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে।