ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পাড়ার দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ! পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ল পুলিশ। শিলিগুড়ির বাগরাকোটে চরম উত্তেজনা ছড়াল বুধবার দুপুরে। বাগরাকোট রেল ক্রসিং এলাকায় শুরু হয় গণ্ডগোল। রেল লাইনের দুই পারে লাঠি ও লোহার রড হাতে উত্তেজিত জনতা দল বেঁধে একে অপরের দিকে পাথর ছুঁড়তে শুরু করে দেয়।

ঘটনার সূত্রপাত একটি স্থানীয় ক্রিকেট ম্যাচ থেকে। ম্যাচ চলাকালীন দ্বন্দ্ব শুরু হয়। অভিযোগ, ম্যাচের দিন ঘটনার জেরে ডাঙ্গিপাড়ার কয়েকজন যুবক এক বাগরাকোটবাসীকে তুলে নিয়ে গিয়ে মারধর করেন। পরদিন মঙ্গলবার থেকেই উত্তেজনা ছড়ায়। অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে সরব হন বাগরাকোটের স্থানীয়রা।
বুধবার দুপুরের এই সংঘর্ষে বেশ কয়েকটি বাড়ি ও টোটো ভাঙচুর করা হয় – পুলিশকে লক্ষ্য করেও পাথর ছোড়া হয় – পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে স্থানীয়রা – পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করে পুলিশ – বাগরাকোট ও টিকিয়াপাড়ায় এখনও চাপা উত্তেজনা রয়েছে – মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয়দের দাবি, টিকিয়াপাড়ার দিক থেকেই প্রথম পাথর ছোড়া শুরু হয়েছিল। পুলিশ পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেয়েছে। শেষমেশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে।