পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। অথচ এখনও পর্যন্ত স্থায়ী, অস্থায়ী কিংবা চুক্তিভিত্তিক,কোনো কর্মীর হাতেই পৌঁছায়নি বেতন। এই অভিযোগে সরব হয়ে বিক্ষোভে সামিল হলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপোর কর্মীরা।
বৃহস্পতিবার সংস্থার ডিপো প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালনের পাশাপাশি কর্মীরা সংস্থার ডিভিশনাল ম্যানেজারের হাতে দাবি–পত্রও তুলে দেন।
এ বিষয়ে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, সরকারি নীতির ফলেই ধীরে ধীরে বেসরকারিকরণের পথে এগোচ্ছে পরিবহন নিগম, দিনে দিনে কমছে কর্মীর সংখ্যা। তিনি দাবি জানান, অবিলম্বে এই সংস্থাকে বাঁচানোর জন্য সরকারকে উদ্যোগী হতে হবে, কর্মসংস্থানের স্বার্থে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি।
